রংপুুর ব্যুুুরো
শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার উপসহকারী প্রকৌশলী মোঃ আবুসাঈদ আকন্দ (শিমুল আকন্দ) পীরগঞ্জ থেকে বদলি হয়ে লালমনিরহাট সদর উপজেলায় চলে গেছেন।
গত ০৪-১২-২০১৬ তারিখে জনাব শিমুল আকন্দ পীরগঞ্জ উপজেলায় যোগদান করেন।
যোগদানের প্রথম দিন থেকেই পীরগঞ্জ উপজেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজ শত ভাগ ভাল গুনাগুন বজায় রেখে বাস্তবায়ন করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, জনাব আবু সাঈদ আকন্দ ছিলেন দুষ্ট ঠিকাদারের কাছে আতংক।
শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে নির্মান কাজ বাস্তবায়ন করে উপজেলার সকল প্রধান শিক্ষক,ম্যানেজিং কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে সুনাম এবং আস্হা অর্জন করেছিলেন।
কিন্তু কিছু দুষ্ট,স্বার্থান্বেষী মহল নিজেদের ফায়দা হাসিল করতে না পেরে, জনাব আবুসাঈদ আকন্দ ওরফে শিমুল আকন্দের নামে বিভিন্ন পত্রিকায় মিথ্যা, বানোয়াট, উদ্যেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন করে জনাব শিমুল আকন্দের সুনাম ক্ষুন্ন করার অপ প্রায়াস চালায়।
যার ফলশ্রুতিতে জনাব শিমুল আকন্দ বদলি হয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে জানতে চাইলে জনাব শিমুল আকন্দ বলেন, আমি পীরগঞ্জ উপজেলায় সকল চলমান কাজ শত ভাগ সচ্ছতার সাথে করেছি, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি কে সাথে নিয়ে আমি বিগত প্রায় তিন বছর কাজ করেছি।
সরকারি কাজ যে ভাল ভাবে করা যায়, তার একটা দৃষ্টান্ত স্হাপন করার চেষ্টা করেছি, বিনিময়ে বিভিন্ন সময় বিভিন্ন ঠিকাদারের হাতে নাজেহাল হয়েছি। কিন্তু এক দুজন সাংবাদিক তাদের কাংখিত স্বার্থ হাসিল করতে না পেরে আমার এতদিনের সুনাম নষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছিল, যেহেতু এদের সাথে মাথা নত করব না, তাই নিজের সম্মান নিয়ে দূরে চলে যাচ্ছি। এজন্য আমার কোন দুঃখ নেই, কারন সরকারি চাকুরীতে প্রবেশের শুরুর দিন থেকেই আমি জানি, দেশের যেকোন উপজেলা আমার কর্ম ক্ষেত্র হতে পারে।
এ ব্যাপারে বাংলাদেশ শিক্ষক সমিতি পীরগঞ্জ উপজেলার সভাপতি জনাব, আনোয়ারুল ইসলাম মান্নু বলেন, জনাব শিমুল আকন্দ একজন সৎ এবং নিষ্ঠাবান প্রকৌশলী ছিলেন, আমরা এমন একজন প্রকৌশলীকে দুই একজন সাংবাদিকের হীন স্বার্থ চরিতার্থের জন্য রাখতে পারলাম না, এটা পুরো পীরগঞ্জ বাসীর ব্যার্থতা।
আর ও জানতে চাইলে পীরগঞ্জ উপজেলার ইউ,এন,ও জনাব টি,এম,এ মমিন জানান জনাব শিমুল আকন্দ একজন সৎ,নিষ্ঠাবান প্রকৌশলী ছিলেন। আমি শুনলাম উনি অভিমান করে পীরগঞ্জ থেকে বদলি হয়ে চলে গেছেন।
উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলাটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপজেলা, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় স্পীকার ড.শিরিন শারমীন চৌধুরী এই আসনের সংসদ সদস্য। অথচ এই উপজেলায় এক দুই জন সাংবাদিকের অনৈতিক আবদার পূরন করতে ব্যর্থ হলেই অফিসারদের চরিত্র হরনের ঘটনা ঘটে থাকে। সেই কারনেই অনেক সৎ, নিষ্ঠাবান, অফিসার পীরগঞ্জ উপজেলায় চাকুরী করতে চান না। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, এবং মাননীয় স্পীকারের সদয় দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।